আমরা মানুষ। আমরা বন্ধুত্ব পরায়ণ৷ আমরা একে অন্যের মায়ায় জড়িয়ে যাই খুব সহজেই৷ এটা হয়তো মানুষ হিসেবে আমাদের সহজাত আচরণ। কিন্তু অনেক সময় আমরা অন্যের মায়ায় পড়ে গিয়ে নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলি৷ চলে আসে নির্ভরশীলতা। আমরা পরনির্ভরশীল হয়ে যাই। কিন্তু দিনশেষে যে নিজের কাজ নিজেকেই সম্পূর্ন করতে হয় তার হাজার হাজার বাস্তব উদাহরণের স্বাক্ষী আমি। উদাহরণ দিতে গেলে এক পোস্টে শেষ হবে না৷
আমি অন্যের কথা বলবো না, আমি নিজেই বহুবার এই পরনির্ভরশীলতার কারণে বিপদের সম্মুখীন হয়েছি। এক বন্ধুর তালে পড়ে একদিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিলাম আমাদের গ্রাম ছেড়ে অন্যগ্রামে৷ ঘোরাঘুরি শেষে বাসায় ফিরার সময় যেকোনো কারণে আমার বন্ধু এক্সিডেন্ট করে ফেলে। যার কারণে পুলিশি ঝামেলা হয়৷ সেদিন আমরা লকাবেও ধুকতে পারতাম, কিন্তু আল্লাহ আমাদের বাঁচিয়েছেন । বাসায় আসার পর আমার অভিভাবকদের শাসনে ঝালাপালা হয়ে গিয়েছিলাম সেদিন৷ সেদিন থেকেই বলেছিলো "একলা চলো নীতি" ফলো করতে৷ যদিও মানুষ হিসেবে আমার পক্ষে একলা চলা সম্ভব নয়৷
আমার বাবা মায়ের সারাজীবনের কষ্টে অর্জিত টাকা আমার এবং আমার পড়াশোনার উপর বিনিয়োগ করেছে এবং এখনও করছে৷ কিন্তু এখনও আমার কোনো বড় অর্জন তাদেরকে উপহার দিতে পারি নি কিন্তু আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, ভালো কিছু করার। এই পড়াশোনা করতে গিয়েও মা বাবার টাকা অনেক উড়িয়েছি এক কাছের বন্ধুর পাল্লায় পড়ে। বিষয়টি পরিষ্কার করেই বলি,
pexels-tirachard-kumtanom-733856.jpgsrc
আমি যখন মেট্রিক পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হবো হবো ভাবছিলাম সেই মুহুর্তে উদয় হয় এক বন্ধুর। বন্ধু নাকি জেলা শহরে পড়বে তাই জেলা শহরের একটি ভালো কলেজে ভর্তি হবে৷ আমি কেনো জানি তার সাথে তাল মিলাতে শুরু করলাম, বললাম আমিও জেলা শহরে পড়বো। আমার বাসায় বলার পর তারা আমার কথার মূল্যায়নই করলেন না। কারণ, আমি যদি বাহিরে পড়তে যাই তবে মাস শেষে অনেক টাকার প্রয়োজন হবে। কিন্তু আমাদের পরিবারে সব সময় ফিনান্সিয়াল ক্রাইসিস লেগেই থাকে। এজন্য আমার পরিবারের লোকজন সাহস পাচ্ছে না আমাকে বাহিরে পাঠানোর৷ যাইহোক, কয়েকদিন পর সবার সিদ্ধান্তে আমাকে বাহিরে ভর্তি করানোর সম্মতি দিলেন আমার বাবা৷ বগুড়ার একটা কলেজে ভর্তি হলাম৷
pexels-huseyn-kamaladdin-667838.jpgsrc
আমি আর আমার বন্ধু একটি ছোট বাসা ভাড়া করলাম৷ থাকছি, সবই ঠিকঠাক। কিন্তু কয়েক মাস অতিবাহিত হওয়ার পর আমার বন্ধু আর সেখানে থাকতে পারছে না, কান্নাকাটি করে৷ ওখানকার কলেজ থেকে ছাড়পত্র নিয়ে বাসায় এসে এখানকার একটি কলেজে ভর্তি হবে। বড় লোকের ছেলে, ওর যখন যা মনে হবে তাই করতে পারবে। কিন্তু আমার কি হবে...? আমি তো যখন তখন যা ইচ্ছা তা করতে পারবো না। কারণ, আমার অর্থনৈতিক বাঁধা আছে। বন্ধু বাসায় চলে আসলো, আমি একা হয়ে পড়লাম। একা থাকতে থাকতে ফাঁপরে ফাঁপরে আমার খাওয়া দাওয়া এবং পড়াশোনার উপর অনিহা আসতে শুরু হলো। আমি আর একা ওখানে থাকতে পারছিনা। বাসায় জানালাম, অনেক বকা বকি করলেন৷ আমার বিষয়টা বুঝতে পেরে আমাকে ওখান থেকে বাসায় নিয়ে আসলেন৷ মিটে গেলো তখনকার মতো বাহিরে পড়ার স্বাদ।এমনটা হতো না আমি যদি কারোও সাধ না ধরতাম।
নিজেকে বিভিন্ন ঝামেলা থেকে বিবত রাখতে হলেও
একলা চলো নীতি অনুসরণ করাই উচিত বলে আমি মনে করি।