Photography with marigold flowers.

in Photography Lovers •  last month • 2 min read

Hello Everyone, আমি বাংলাদে থেকে @naturaluttom। রজনীগন্ধা ফুল নিয়ে ফটোগ্রাফি।

1740897467710.png

আমি মূলত রজনীগন্ধা ফুলটির ছবি তুলেছি যেখানে চাষ করা হয় সেখান থেকে।আমি প্রথমে এটিকে ছবি তুলে তারপর এটাকে এডিট করি।তারপরে এটিকে ফটোগ্রাফি community তে পোস্ট করার জন্য রেডি করি। তারপরে এটাকে পোস্ট করি। রজনীগন্ধা ফুলটি নিয়ে কিছু বাইক্কা করলাম ;

Screenshot_20250302-123536.jpg

রজনীগন্ধা সর্বাপেক্ষা জনপ্রিয় ফুলগুলির মধ্যে অন্যতম। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে এবং ফুলদানী সাজাবার কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়া এফুলের নির্যাস হতে সুগন্ধিও তৈরি হয়ে থাকে। সারা বছরই বাজারে এ ফুলের চাহিদা বেশি থাকে এরং সারা বছরই এ ফুল চাষ হয়ে থাকে। তবে শীতকালে কিছুটা কম ফোটে।রজনীগন্ধা ফুল এক প্রকার সুগন্ধি ফুল, যা সুগন্ধের জন্য বিশেষভাবে পরিচিত। রজনীগন্ধা মূলত উষ্ণ আবহাওয়ার দেশগুলোতে জন্মে এবং এটি সন্ধ্যা বা রাতে সুগন্ধ ছড়ায়, এজন্য এটিকে রাতের রানী বলে ডাকা হয়।

Screenshot_20250302-123540.jpg

চাষাবাদের কিছু বৈশিষ্ট্য ;
রজনীগন্ধা মাটির নিচের কন্দ বা বাল্ব থেকে জন্মায়। সঠিক রোদ, পানি ও যত্ন পেলে এটি দীর্ঘদিন ফুল দিতে পারে।যে সকল দেশে এই ফুলটি জনপ্রিয় ..
বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিয়ে, ধর্মীয় অনুষ্ঠান ও বিভিন্ন উৎসবে রজনীগন্ধার ব্যাপক ব্যবহার রয়েছে।

রজনীগন্ধা বিক্রয় করার সময় যে দামগুলো :

রজনীগন্ধা ফুলের দাম সময়, স্থান ও চাহিদার উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। উৎসব বা বিশেষ অনুষ্ঠানের সময় ফুলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দামও বৃদ্ধি পায়।

IMG_20240427_182125_685.jpg

আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব।
থ্যাঙ্ক ইউ ;

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  last month  ·  

The flowers looks fresh and beautiful.