আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

আপনাদের সাথে গত সপ্তাহে ডিসি পার্কে ঘোরাঘুরি করার দ্বিতীয় পর্ব শেয়ার করেছিলাম। যেখানে এক পাশের বাকি মুহূর্তগুলো শেষ করেছিলাম। তবে আজকে শেয়ার করব ফুলের অংশে গিয়ে সেখানে মুহূর্তগুলো কাটানো এবং ফটোগ্রাফি গুলো।ডিসি পার্ক মানেই তো হল ফুলের মেলা। যেখানে বিভিন্ন রকম ফুলের ডেকোরেশন করে সাজানো থেকে শুরু করে অনেক অনেক ফুল গাছ লাগানো হয়েছে। আর আজকের পর্বে আমি আপনাদের মাঝে সেই ফুল গাছের বিভিন্ন ডেকোরেশন গুলো শেয়ার করতে যাচ্ছি।
হাঁটতে হাঁটতে যখন ফুলের এরিয়ার দিকে গেলাম তখন ডান পাশে দেখলাম বই উৎসবের কয়েকটা স্টল রয়েছে। আর তার পাশেই আবার কনসার্টের একটা জায়গা রয়েছে। সেখানে খুব ধুমধাম করে গান চলছে। যদিও গানের কোন আগা মাথাই বুঝি নাই। কারণ সেখানে প্রায় জাপানি কিছু লোকজন ব্যান্ড বাজাচ্ছিল। তার পাশাপাশি কি কি যেন গাইছিল কোন কিছুই মাথায় ঢুকে নাই, হাহাহা।সেখানে দাঁড়িয়ে দূর থেকে কিছু ফটোগ্রাফি করে নিলাম। পাশেই ছিল একটা বড় আকারের বিশাল পুকুর। তার আশেপাশে গাছগুলো খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ফুল দিয়ে।

যাইহোক এবার বাম পাশের ফুলের ডেকোরেশন দেখার পালা। ছবিগুলোতে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে পুরো জায়গাটা ডেকোরেট করেছে। কিছু কিছু ফুল এক জায়গায় লাগানো হয়েছে। কিছু ফুল টবে লাগানো হয়েছে।কিছু ফুল ডেকোরেট করা হয়েছে বড় বড় সাইজের কিছু লোহার টবের মত জায়গায়।যেগুলো এক শারিতে লাগানো আছে। একেকটা জাতের ফুল আলাদা আলাদা করে সারিবদ্ধ ভাবে লাগানো হয়েছে। দেখতেই আলাদা রকম সুন্দর লাগছিল।
এখানে আবার দেখা যাচ্ছে বড় একটা টবের মত বালতি থেকে অনেকগুলো ফুল নিচের দিকে ছড়িয়ে আছে। যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এটার আলাদা করে ফটোগ্রাফি করে নিয়েছি। তারপর পাতাকপির মত ভিন্ন রকমের কিছু ফুল দেখেছি। যেগুলো আসলে ফুল বলবো কিনা পাতা বলবো নিজেই কনফিউশনে আছি। যাই হোক অনেক সুন্দর করে এটা শারিবদ্ধ ভাবে লাগানো আছে। তবে কয়েক জাতের এবং রঙের গাছগুলো ছিল সেখানে। এত এত রঙের ফুল সেখানে ছিল যে আসলে কোনটার নাম কি সেটাই জানা মুশকিল হয়ে গিয়েছিল।
এখানে কিছু অংশের ফটোগ্রাফি আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে এত ফটোগ্রাফি যে পুরো এরিয়াটাই ছিল ফুলে ফুলে ভরপুর। বিভিন্ন রকম ডিজাইনে ডেকোরেশন করা হয়েছে। তাই ভাবলাম আজকে কিছু ফটোগ্রাফি শেয়ার করে আপনাদের এরিয়াটা দেখাই। বাকি অন্য দিন অন্যান্য ফটোগ্রাফি গুলো শেয়ার করব। আশা করি আমার আজকের এই পোস্টটা আপনাদের ভালো লাগবে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
পোস্টের বিবরণ
ধরন | জেনারেল রাইটিং |
লোকেশন | ফেনী |
.png)
আমি তাহমিনা আক্তার বৃষ্টি।
** Your post has been upvoted (1.59 %) **
Curation Trail is Open!
Join Trail Here
Delegate more BP for bigger Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Upvote
https://blurtblock.herokuapp.com/blurt/upvote
Thank you 🙂 @tomoyan
Thanks to u
Hello @bristy1! 🎉
Congratulations! Your post has caught the attention of the curator @baiboua from the Blurt LifeStyle community and has received our support. 🌟
We appreciate your contribution to the community and look forward to seeing more of your amazing content! Keep sharing your experiences and inspiring others. 🚀✨
Thank you so much.