I received a chocolate gift

in Blurt Space •  6 days ago • 2 min read

"Bismillahir Rahmanir Raheem"

Assalamu Alaiqum/Hello Friends of my blurt space Community I'm @gulshanpupry from Bangladesh
Who doesn't like to receive gifts? All the things we like came as gifts. I liked it very much, I came to share my favorites with you.

A few days ago, gifts arrived for our two sisters. Gifts were sent by my uncle and aunt from Kolkata. We are very happy to receive the gifts. When uncle himself comes to Bangladesh, he brings gifts for us, and if someone goes to Kolkata, he also sends gifts for us. Sean papri, dairy milk chocolate, chips, mangosteen, tea leaves, cashew nuts, Kitkat chocolate, Dove soap. These things are very dear to us, so he sends these things to us. This is not just a gift, for me it is uncle and aunt's love.

উপহার পেতে কার না ভালো লাগে। উপহার হিসেবে এসেছে পছন্দের সব জিনিস। আমার ভীষণ ভালো লেগেছে, আমার ভালো লাগা গুলোকে আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম।
কিছু দিন আগে আমাদের দুই বোনের জন্য উপহার এসেছে। উপহার পাঠিয়েছে মেজ মামা মামি কলকাতা থেকে। উপহার পেয়েই আমরা খুব খুশি। মামা নিজে যখন বাংলাদেশে আসে তখন আমাদের জন্য উপহার নিয়ে আসে আবার যদি কেউ কলকাতায় যায় তাদের দ্বারাও আমাদের জন্য উপহার পাঠিয়ে দেয়। শন পাপড়ি, ডেইরি মিল্ক চকলেট, চিপস, আমসত্ত্ব, চা পাতা, কাজু বাদাম, কিটকেট চকলেট, ডাভ সাবান। এসব জিনিস আমাদের খুব পছন্দের তাই এসব জিনিস আমাদের জন্য পাঠিয়ে দেয়। এটা শুধু উপহার না, আমার কাছে এটা মামা মামির ভালোবাসা।

✨Thank you for visiting my blog✨


BEST REGARDS @gulshanpupry

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!