মেধা যাচাই পরীক্ষা
প্রিয় বন্ধুরা আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে আল্লাহ তায়ালার অশেষ কৃপায় ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি।
আজকে আমাদের মাদ্রাসায় ফেব্রুয়ারি ২০২৫ মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষাটি মান উন্নয়নের জন্য প্রতি মাসেই দেওয়া হয়
ছাত্র-ছাত্রীদের মান উন্নয়নের জন্যই মূলত এ ধরনের পরীক্ষা অনেক প্রতিষ্ঠানে নেওয়া হয়ে থাকে মাসিক পরীক্ষার পাশাপাশি অনেক সময় সাপ্তাহিক পরীক্ষাও নেওয়া হয় এতে করে ছাত্রছাত্রীদের পড়ার প্রতি একটি গুরুত্ব আরোপ করা হয় এবং তারা পড়ালেখায় ভালো ফলাফল অর্জন করে থাকে।
পরীক্ষার ঘনঘন নেওয়ার জন্য তারা অন্যদিকে সময় ব্যয় করতে পারে না বা অন্যদিকে মনোযোগ দ্বারা দিতে পারে না কারণ প্রতি মাসে পরীক্ষা থাকলে মাথায় একটা চাপ থাকে যা আমাকে ভালো ফলাফল করতে হবে যদি ভালো ফল না হয় তাহলে মাদ্রাসার যেমন শিক্ষকদের এবং শিক্ষা প্রতিষ্ঠানের সম্ভব নয় এবং আমাদের পিতা-মাতার সম্মুখ ও উজ্জ্বল হবে না কাজে অবশ্যই আমাদেরকে ভাল ফলাফল করার জন্য অবশ্যই আমাদেরকে ভালোভাবে পড়ালেখা করতে হবে এবং নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়ে তুলতে হবে।
আমাদের শিক্ষার্থীরা মূলত শুধুস্ফূর্তভাবেই তারা পরীক্ষায় অংশগ্রহণ করে এবং তারা ভাল ফল করার চেষ্টা করে ধারাবাহিকতায় আমরা প্রতি মাসেই এ ধরনের একটি করে পরীক্ষা নিয়ে থাকি আজকেও এর ব্যতিক্রম হয়নি। এতে করে আমরা আমাদের শিক্ষার্থীদের কে সুশিক্ষার পাশাপাশি তাদের আদব কায়দায় ইত্যাদিও শিক্ষা দিয়ে থাকি।
শিক্ষকরা হচ্ছেন মানুষ তৈরীর কারিগর তারা সব রকমের শিক্ষার্থীদের সমান চোখে দেখেন এবং তাদেরকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করেন এতে অনেকেই সফলতা অর্জন করে এবং যারা একেবারেই দুর্বল তারা একসময় পড়ালেখা থেকে ছিটকে পড়ে।
পরিশেষে বলি আমরা আমাদের শিক্ষার্থীদের কে সুশিক্ষায় শিক্ষিত করে ব্যাক্তি পরিবার এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে তাদেরকে শিক্ষা করে তুলি আগামীর ভবিষ্যৎ তাদের হাতেই কাজেই তাদেরকে কোনোভাবেই অবহেলা করা যাবে না।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.